মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা গাজার জন্য একটি নতুন শান্তি পরিকল্পনায় একমত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের এক যৌথ সংবাদ সম্মেলনে, হামাসকে এই প্রস্তাব গ্রহণ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই প্রস্তাব গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাবে বলে জানানো হয়েছে। তবে হামাস এ পরিকল্পনা মেনে নেবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। পরিকল্পনায় তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধের প্রস্তাব করা হয়েছে। বিনিময়ে হামাসকে ২০ জীবিত ইসরায়েলি জিম্মি এবং মৃত বলে ধারণা করা দুই ডজনেরও বেশি জিম্মির মরদেহ ৭২ ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হবে। এর বিনিময়ে শত শত আটক ফিলিস্তিনিও মুক্তি পাবে। এক ফিলিস্তিনি সূত্র বিবিসিকে জানিয়েছে, হামাস কর্মকর্তাদের হোয়াইট হাউজের ২০...