আমি আপনার দেওয়া তথ্য এবং সাম্প্রতিক সংবাদের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সামরিক উন্নয়ন নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছি। অঘোষিত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা? ইরানের আকাশে রহস্যময় আলোয় আন্তর্জাতিক উদ্বেগতেহরান/ওয়াশিংটন, ৩০ সেপ্টেম্বর (আনুমানিক): সেপ্টেম্বরের মাঝামাঝি ইরানের সেম প্রদেশের আকাশে সন্ধ্যার পর হঠাৎ দেখা যাওয়া এক অদ্ভুত ও উজ্জ্বল আলোর রেখা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোর ভিডিও ছড়িয়ে পড়ে। কয়েকদিন পর এই রহস্যের উত্তর মেলে মহাকাশ থেকে তোলা স্যাটেলাইট ছবিতে। মার্কিন প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবসের তোলা ছবি বিশ্লেষণ করে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইরান সম্ভবত এক অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ছবিতে দেখা যায়, ইমাম খোমেনি স্পেস পোর্ট-এর বড় গোলাকার উৎক্ষেপণ প্যাডে স্পষ্ট কালো দাগ, যা দেখে মনে হচ্ছে যেন জ্বলন্ত আগুন সোজা নিচে নেমে এসেছে। পূর্বেও এমন দাগ...