ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী এক আবিষ্কার বিশ্বজুড়ে নতুন আশার সঞ্চার করেছে। সর্বশেষ এক গবেষণায় উঠে এসেছে, মানবদেহের ইমিউন সিস্টেমকেই কাজে লাগিয়ে ক্যান্সারের বিরুদ্ধে লড়া সম্ভব, যেখানে অস্ত্রোপচার বা কেমোথেরাপির মতো প্রচলিত চিকিৎসার প্রয়োজন নাও হতে পারে। গবেষকরা এমন এক থেরাপি উদ্ভাবন করেছেন যা শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে। বিশেষভাবে প্রশিক্ষিত ইমিউন সেলগুলো ক্যান্সার কোষ চিনে সেগুলো ধ্বংস করতে সক্ষম হচ্ছে। এই নতুন ধরনের ইমিউনোথেরাপি মূলত টি-সেলসহ বিভিন্ন প্রতিরোধী উপাদানকে উদ্দীপিত করে সরাসরি টিউমারকে আক্রমণ করে। ফলে ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস পায় এবং আশেপাশের সুস্থ টিস্যুর ক্ষতিও তুলনামূলক কম হয়। প্রাথমিক ট্রায়ালে দেখা গেছে, নানা ধরনের ক্যান্সারে এ চিকিৎসা কার্যকর ভূমিকা রাখছে এবং রোগীরা প্রচলিত চিকিৎসার তুলনায় কম পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনকোলজি বা ক্যান্সারবিদ্যায় এক নতুন দৃষ্টিভঙ্গি...