মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শুল্ক নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যেকোনো সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে হুমকি দিয়েছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রে আসবাবপত্র তৈরি করে না, তাদের ওপরও বড় অঙ্কের শুল্ক বসানো হবে। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রাস্ট সোশ্যাল-এ পোস্ট করে লিখেছেন, “আমেরিকার সিনেমা ব্যবসা অন্য দেশগুলো শিশুদের কাছ থেকে ক্যান্ডি নেওয়ার মতো সহজে ছিনিয়ে নিয়েছে। ক্যালিফোর্নিয়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর দুর্বল ও অযোগ্য গভর্নরের কারণে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি সব সিনেমার ওপর ১০০% শুল্ক বসানো হবে।” আরেকটি পোস্টে তিনি জানান, “নর্থ ক্যারোলাইনা তার আসবাবপত্র ব্যবসা চীন ও অন্যান্য দেশের কাছে হারিয়েছে। তাই আমি নিশ্চিত করব, বিদেশে তৈরি আসবাবপত্রের ওপর বড় শুল্ক বসানো হবে।”...