৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন ১৯ বছর বয়সী গোলরক্ষক রাউল রামিরেস। স্পেনে পঞ্চম বিভাগ ফুটবল লিগে ঘটেছে এই দুর্ঘটনা। সোমবার রামিরেসের মুত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছে স্পেনের ফুটবল ফেডারেশন আরএফসিএফ। তারা আরও জানিয়েছে, রামিরেসের স্মরণে আগামী সপ্তাহে সকল ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে। কলিন্দ্রেসের হয়ে শনিবার রেভিলার বিপক্ষে খেলার সময় মাথায় আঘাত পান রামিরেস। স্পেনের গণমাধ্যমের খবর, ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ‘ব্রেইন ডেড’ হয়ে যায়। মাদাগাস্কারে ‘জেন জি’ বিক্ষোভ, সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট খুবিতে রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে স্বাধীন ও তুহি ইউক্রেনে রাশিয়ার জয়, ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ দাবি পুতিনের দুর্গাপূজা সফল করতে বিএনপি নেতাকর্মীরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে:...