ইসলামে নারীবিষয়ক একটি বৈশ্বিক সম্মেলনের বিষয়ে একমত হয়েছে তুরস্ক ও বাংলাদেশ। আগামী বছরের শুরুতে এ সম্মেলনের আয়োজন করা হবে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়েছে, বৈশ্বিক ও সম্মেলনে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় গবেষক, ইসলামি চিন্তাবিদ এবং নীতিনির্ধারকরা অংশ নেবেন। সম্মেলনের মূল লক্ষ্য হবে নারী অধিকার সংরক্ষণ ও উন্নয়নে মুসলিম দেশগুলোর ইতিবাচক উদ্যোগ ও সফল দৃষ্টান্ত তুলে ধরা।সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ এবং তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।বৈঠকে দুই দেশ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় জোরদার এবং সামাজিক সেবা ও ‘কেয়ার ইকোনমি’ খাতে সহযোগিতার নতুন মানদণ্ড স্থাপন করার প্রতিশ্রুতি দেয়।উপদেষ্টা শারমিন মুরশিদ জানান, পেশাদার নারী কেয়ারগিভার তৈরি এবং স্থানীয়,...