৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এএম ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী একটি ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে এবং এতে তারা জয়লাভ করছে। দীর্ঘদিন ধরে চলমান এই যুদ্ধের মধ্যে রাশিয়ার সাম্প্রতিক অগ্রগতি ও পুতিনের এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও বার্তায় পুতিন বলেছেন, “আমাদের যোদ্ধা ও কমান্ডাররা আক্রমণ চালিয়ে যাচ্ছেন, পুরো দেশ — সমগ্র রাশিয়া — এই ন্যায়সঙ্গত যুদ্ধে লড়ছে এবং কঠোর পরিশ্রম করছে।” তিনি আরও যোগ করেন, “আমরা একসঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং আমাদের ঐতিহাসিক ঐক্য রক্ষা করছি। আমরা লড়ছি এবং জয়লাভ করছি।” পুতিনের এই...