নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় দশ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে জানা গেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে বনপাড়া বাজারের মৃধাপাড়া রোডের আলিম মার্কেটের ‘পূজা স্টোর’ নামের মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হয়। পূজা স্টোরের মালিক নিরধ কুমার সাহা বলেন, সোমবার সকালে দোকান খুলে দেখি ওপরের টিন কাটা ও দুটি সিসি ক্যামেরা ঢাকা অবস্থায় আছে। চুরি হয়েছে সন্দেহে মালামাল যাচাই করে দেখা যায় প্রায় দশ লাখ টাকার সিগারেট ও মসলাজাতীয় মালামাল চুরি হয়েছে। তাৎক্ষণিক বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শামীম হোসেন ও বাজার কমিটির সদস্যরা। পরিদর্শনকালে দোকানের সিসি ক্যামেরা...