ঢাকা: গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা প্রস্তাব দিয়েছেন। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিবাচক সাড়া দিলেও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস এখনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। খবর বিবিসির।প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতিতে সম্মত হলে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও নিহত সব জিম্মি মুক্তি দিতে হবে। এরপর গাজার নিয়ন্ত্রণ ছাড়ার পাশাপাশি অস্ত্র সমর্পণ করে পুরো এলাকা নিরস্ত্র করতে হবে।তবে হামাসের এক শীর্ষ নেতা বিবিসিকে জানিয়েছেন, তারা এখনো প্রস্তাবটির লিখিত কপি পাননি। কপি হাতে পেলে সেটি পর্যালোচনা করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘যতদিন ইসরায়েলি দখলদারিত্ব চলবে, ততদিন আমাদের হাতে অস্ত্র থাকবে। অস্ত্র সমর্পণ কোনোভাবেই সম্ভব নয়।’হামাস নেতা আরও জানান, ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, হত্যাযজ্ঞ বন্ধ এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কার্যকর সমাধান এলে তারা আলোচনায় রাজি হবেন। তবে অস্ত্রের বিষয়ে কথা...