নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টা সাক্ষাত করেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন, সংস্কার কার্যক্রম ও রোহিঙ্গা সংকট নিয়ে মহাসচিবকে অবহিত করে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠী ও তাদের মিত্ররা ভোটের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করে প্রধান উপদেষ্টা। নির্বাচন-সংষ্কারসহ গণতান্ত্রিক উত্তরণে অন্তবর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। এর আগে শীর্ষ পর্যায়ের মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডির নেতৃত্বে এই প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে। আর নির্বাচন যাতে কখনও না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কিছু শক্তি। আগামী কয়েক মাসকে...