৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম বিশ্বের অন্যতম প্রভাবশালী পপতারকা টেইলর সুইফটের দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব অ্যা শোগার্ল’ প্রকাশ পাচ্ছে আগামী ৩ অক্টোবর। ১ ডজন গান নিয়ে সাজানো এই অ্যালবামকে ঘিরে চলছে বিশেষ আয়োজন। মুক্তির অংশ হিসেবে তিন দিনের জন্য প্রদর্শিত হবে অনুষ্ঠান ‘দ্য অফিসিয়াল রিলিজ পার্টি অব অ্যা শোগার্ল’, যেখানে দেখানো হবে লিড সিঙ্গেল ‘দ্য ফেট অব ওফেলিয়া’-এর মিউজিক ভিডিও, গানগুলোর পেছনের গল্প এবং পর্দার আড়ালের নানা মুহূর্ত। অ্যালবামটির প্রচারণার অংশ হিসেবে নিউইয়র্কে চালু হচ্ছে স্পটিফাইয়ের বিশেষ পপ-আপ এক্সপেরিয়েন্স। এ ছাড়া অ্যালবামের প্রচারণার অংশ হিসেবে টেইলর সুইফট জনপ্রিয় টকশো ‘দ্য গ্রাহাম নর্টন শো’-তে শুক্রবার এবং জিমি ফেলনের টুনাইট শো-তে রোববার উপস্থিত থাকবেন। এসব আয়োজন দর্শক ও ভক্তদের মধ্যে অ্যালবাম নিয়ে প্রত্যাশা...