৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম মধ্যপ্রাচ্যে চলমান গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশ। তারা মনে করে, এ পরিকল্পনা যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি, স্থিতিশীলতা ও মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক হবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রকাশ করেন। এ সময় তিনি বন্দি মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণসহ কয়েকটি মূল বিষয় তুলে ধরেন। ট্রাম্পের এই পরিকল্পনাকে ঘিরেই তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, পাকিস্তান, সউদী আরব, কাতার ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতি দেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমেই গাজায় টেকসই শান্তির পথ খুঁজে পাওয়া সম্ভব। এই যৌথ বিবৃতিতে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জানান, তারা যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে...