ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন ‘আগ্রাসনের’ হুমকির কারণে জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের কয়েক দফা প্রাণঘাতী হামলার পর দেশটিতে এ পরিস্থিতি তৈরি হয়। ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের বলেন, মাদুরো এমন এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ‘বিশেষ ক্ষমতা’ প্রদান করে, যদি যুক্তরাষ্ট্র ‘আমাদের মাতৃভূমিতে আক্রমণ করার দুঃসাহস করে।’ তবে সরকারের এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, মাদুরো এখনো সেই নথিতে আনুষ্ঠানিকভাবে সই করেননি। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ভাইস প্রেসিডেন্ট নথিটি দেখিয়েছেন এটা বোঝাতে যে, সব প্রস্তুত এবং প্রেসিডেন্ট যেকোনো সময় ডিক্রি জারি করতে পারেন। এদিকে, বামপন্থি কর্তৃত্ববাদী নেতা মাদুরো তার দেশের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক মোতায়েনকে...