শিশু বড় হচ্ছে, তার খাবার নিয়ে চিন্তা তো থাকবেই। কিন্তু অনেক সময় সঠিক তথ্যের অভাবে মা-বাবারাই শিশুর জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বিজ্ঞাপন আর প্রচলিত কিছু ভুল ধারণার কারণে শিশুর পুষ্টি নিয়ে তৈরি হয় নানা বিভ্রান্তি।পুষ্টিবিদ সোনাল বাব্বার ভরদ্বাজ জানান, এই ভুলগুলো না শুধরে নিলে শিশুর স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়তে পারে। চলুন দেখে নিই, শিশুর খাবার নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা এবং পুষ্টিবিদের মতামত।আরও পড়ুন :শিশুর রক্তশূন্যতা নিয়ে সচেতন হোনআরও পড়ুন :ব্রাশ করার পরও মুখে গন্ধ? চিন্তার কিছু নেই, সমাধান আছেকোষ্ঠকাঠিন্য দূর করার সহজ ৬ উপায়মায়ের দুধ না ফর্মুলা দুধ – কোনটা ভালো?অনেকে ভাবেন, ফর্মুলা দুধই শিশুর জন্য ভালো। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধই যথেষ্ট। এতে শিশুর প্রয়োজনীয় সব পুষ্টি থাকে। মায়ের দুধ...