গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা প্রস্তাবে বেশ কিছু অস্পষ্ট ধারা রয়েছে, যা ফিলিস্তিন ও সমগ্র অঞ্চলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে ট্রাম্প এ পরিকল্পনাকে ঐতিহাসিক বলে আখ্যা দেন। তবে বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অস্পষ্ট এবং বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। খবর আল জাজিরার। পরিকল্পনায় বলা হয়েছে, গাজা একটি “অস্থায়ী, টেকনোক্র্যাটিক ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি” দ্বারা পরিচালিত হবে। তবে এ কমিটি গঠনের প্রক্রিয়া, সদস্য নির্বাচনের নিয়ম বা কারা এদের মনোনয়ন দেবে—এসব বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। এছাড়া ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার নেতৃত্ব দেবেন একটি “বোর্ড অব পিস”, যা এই কমিটিকে তদারকি করবে। কিন্তু এ...