তালেবান সরকার আফগানিস্তানে দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, এর ফলে পুরো দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। কয়েক সপ্তাহ আগে থেকেই ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করে তালেবান। তাদের দাবি, এই পদক্ষেপ ‘অশ্লীলতা রোধে’ নেওয়া হয়েছে। বর্তমানে মোবাইল ইন্টারনেট, স্যাটেলাইট টিভি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাবুল অফিসগুলোর সঙ্গে যোগাযোগও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে শরিয়াহ আইনের ব্যাখ্যা অনুযায়ী একাধিক বিধিনিষেধ আরোপ করে আসছে তালেবান। এবার টেলিযোগাযোগ বন্ধের সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে বলে জানিয়েছে তালেবান কর্মকর্তারা। ব্যক্তিমালিকানাধীন আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, টেলিভিশন ও রেডিও সম্প্রচারে সমস্যা হতে পারে, তাই আপডেটের জন্য জনগণকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে। এদিকে কাবুল বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, মঙ্গলবার অন্তত...