এবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে নানা ঘটনায় পূর্ণ এ আসরের রেশ এখনও কাটেনি। চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া না দেওয়া নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব যেন নতুন রুপ পেয়েছে। ভারত বলছে তাদের ট্রফি দেওয়া হয়নি আর পাকিস্তান বলছে সূর্যকুমার ট্রফি নিতে চায়নি নাকভির হাত থেকে। কারণ তিনি এসিসি প্রধান হলেও পিসিবির চেয়ারম্যান তথা দেশের মন্ত্রীও। এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে বলা হয় ভারত আজ (ফাইনাল খেলার দিন) তাদের পুরস্কার গ্রহণ করবে না। নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে থাকায় সত্যিই ট্রফি নেয়নি ভারত। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবরা ট্রফি ছাড়াই উদযাপন করেন। এমন অবস্থায় ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার...