কাতারে বিমান হামলা চালানোর জন্য অনুতপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুলরহমান আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে কাতারে আর কখনো হামলা করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির কাছে অনুশোচনা প্রকাশ করেছেন। নেতানিয়াহুর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। গতকাল সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তাঁর উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয় নেতানিয়াহুর। সে সময় কাতারে হামাসকে লক্ষ্য করে পরিচালিত হামলায় কাতারি নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় অনুশোচনার কথা জানান নেতানিয়াহু। বিবৃতিতে বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির কাছে গভীর দুঃখ প্রকাশ ও অনুতপ্ত...