যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঐতিহাসিক ঘোষণার কথা জানান। তবে হামাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প এই দিনটিকে শান্তির জন্য ‘ঐতিহাসিক দিন’ হিসেবে বর্ণনা করে বলেন, তিনি পরিকল্পনাটি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে চুক্তিতে পৌঁছার খুবই কাছাকাছি আছেন। আর হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাজ করবেন উল্লেখ করে ট্রাম্প আশা প্রকাশ করেন, হামাস এই প্রস্তাবে রাজি হবে। ট্রাম্প সংবাদ সম্মেলনে কথা বলার আগে ২০ দফার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে হোয়াইট হাউস। এর মধ্যে রয়েছে: জিম্মি মুক্তি: চুক্তি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে জীবিত...