দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানে হারিয়ে নতুন এক ইতিহাস গড়েছে নেপাল। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতল তারা। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে আইসিসির সহযোগী দেশটি। দুই ম্যাচেই ব্যাট ও বল হাতে ছিল নেপালের দাপট। সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে স্মরণীয় এক সাফল্যের দেখা পেল নেপাল। শারজাহতে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেপাল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে তারা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৭.১ ওভারে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায়। এটি কোনো সহযোগী দেশের বিপক্ষে টেস্ট খেলুড়ে দলের সর্বনিম্ন স্কোর। অন্যদিকে, রানের দিক থেকে নেপালের ৯০...