ধীরে ধীরে পরিবারের সন্দেহ বাড়ে। চাচা দাবি করেন, কোরবানি ঈদের আগে ফয়সালকে টাকাপয়সা পাঠানো ও দেশে চলে আসার কথা বলে পরিবার। কিন্তু ফয়সাল দেশে আসতে অস্বীকৃতি জানিয়ে বলে, তাকে অনেক টাকা খরচ করে নেওয়া হয়েছে, সে আসতে পারবে না।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন টিটিপি সদস্য নিহত হয়। এদের মধ্যে ছিলেন বাংলাদেশি যুবক ফয়সালও। পাকিস্তানি গণমাধ্যমে নিহতদের ছবি প্রকাশের পর ফয়সালের পরিবার তাকে শনাক্ত করে।নিহত তরুণের বড় ভাই আরমান মোড়ল তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। বিষয়টি তার গ্রামে বেশ আলোড়ন তুলে। এখন গ্রামের প্রায় সবখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফয়সালের জঙ্গিবাদে জড়ানোর খবর। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘কেউ যাতে এমন নিষিদ্ধ সংগঠনে আর যুক্ত হতে না পারে সে বিষয়ে...