গত শনিবারের আগেও নেপালের ক্রিকেট ইতিহাসে বড় একটা অপূর্ণতা ছিল। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা দলটি সে সময় পর্যন্ত ১৮০ ম্যাচ খেলে ৯৫টিতে জিতলেও এর একটি জয়ও টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ছিল না। নেপালের ১১ বছরের আক্ষেপ পূরণ হয় গত শনিবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১৯ রানে জিতে ইতিহাস লেখে নেপাল। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এটি ছিল তাদের প্রথম জয়। সেটির রেশ কাটতে না কাটতেই এবার রীতিমতো মহাকাব্য লিখে ফেলেছে আইসিসির সহযোগী সদস্য দলটি! ইতিহাস গড়া জয়ের দুদিন পর গতকাল সোমবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়ী দলটির নাম নেপাল। এবারের জয়টি আরও বড়। রীতিমতো উইন্ডিজকে উড়িয়ে দিয়েছে নেপাল। আগে ব্যাটিং করে আসিফ শেখ (৪৭ বলে ৬৮*) ও সন্দ্বীপ জোরার (৩৯ বলে ৬৩) ফিফটিতে ভর...