সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণার কথা জানান। প্রস্তাব অনুযায়ী, গাজায় চুক্তির ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে হবে। সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে গাজা ও হামাসকে। হামাসের সব অস্ত্র, সুড়ঙ্গ ও সামরিক অবকাঠামো ধ্বংস করতে হবে। হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যার মূল দায়িত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে। হামাস এ প্রস্তাবে রাজি না হলে গাজায় হামলা বাড়ানো হবে। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া এই পরিকল্পনা নিয়ে এখনও সিদ্ধান্ত দেয়নি হামাস। তারা পরিকল্পনাটি ভেবে দেখছে। ডোনাল্ড ট্রাম্পের এই...