৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ এএম ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিয়ে ইউরোপ-আমেরিকার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও অস্ত্রবাহী জাহাজ স্পেনের ঘাঁটি ব্যবহার করতে চাইলে মাদ্রিদ সাফ জানিয়ে দিয়েছে—তাদের ভূমি ইসরায়েলে অস্ত্র পাঠানোর “পিছনের দরজা” নয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্পেনের প্রভাবশালী সংবাদমাধ্যম এল পাইস জানায়, মার্কিন অস্ত্রবাহী জাহাজ ও বিমানকে রোটা (কাদিস) ও মোরোন দে লা ফ্রোন্তেরা (সেভিয়া) সামরিক ঘাঁটির মধ্য দিয়ে ইসরায়েলগামী পরিবহনের অনুমতি দেওয়া হয়নি। স্পেনীয় সরকারের দাবি, ঘাঁটিগুলো তাদের সার্বভৌমত্বের অধীনে এবং সব কার্যক্রম কেবল মাদ্রিদের অনুমোদনেই সম্ভব। ইসরায়েলের সামরিক পদক্ষেপকে “গণহত্যা” হিসেবে আখ্যা দিয়ে মাদ্রিদ ইতোমধ্যেই দেশটির সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তাই মার্কিন অস্ত্র পরিবহনও আটকে দেওয়া হয়। স্পেনের এক সরকারি সূত্রের ভাষ্য,...