বাংলাদেশের জাতীয় নির্বাচনে পূর্ণ সহযোগিতা করবে জাতিসংঘ। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এই আশ্বাস দেন। নিউইয়র্ক সফরের অষ্টম দিনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার এবং রোহিঙ্গা সংকট সমাধান-এর বিষয়ে আলোচনা হয়। গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থনবৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন যে, বাংলাদেশের ভোট বাঞ্চালে দেশি-বিদেশি পরিকল্পিত, সংঘবদ্ধ চক্রান্ত কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন যে, "বাংলাদেশের থেকে বিলিয়নকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে, তারা বিদেশে পালিয়ে গেছে এবং তারা বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটেড মুভ নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কিভাবে ডিসটেবিলাইজ করা যায়। বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন ও ফেক নিউজের ক্যাম্পেইন করছে।" এ সময় জাতিসংঘ মহাসচিব...