রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো। তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন, যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। রিজিক, হায়াত, ধন-সম্পদ ও কল্যাণের জন্য অনেক আমলই কোরআন-সুন্নায় উল্লেখ রয়েছে। কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে রিজিক বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। বিনিময়ে একটি আমল করতে বলেছেন তিনি। তাহলো- قُلۡ اِنَّ رَبِّیۡ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِهٖ وَ یَقۡدِرُ لَهٗ ؕ وَ مَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ شَیۡءٍ فَهُوَ یُخۡلِفُهٗ ۚ وَ هُوَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ ‘(হে রাসুল! আপনি) বলুন, ‘নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সঙ্কুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর; তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিজিকদাতা।’ (সুরা সাবা : আয়াত ৩৯) কত সুন্দর ও সুস্পষ্ট ঘোষণা এটি।...