৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সফল করতে বিএনপির নেতাকর্মীরা নজরদারি করছে । তারা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছে। আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন এবং পূজা নির্বিঘ্নে পালনের বিষয়ে বারবার নির্দেশনা দিচ্ছেন। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি করে জাতিগত সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছে। এসব চক্রান্ত প্রতিহত করতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সোমবার শার্শার উত্তরে বিভিন্ন মন্দির ও মন্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়ে সভায় তিনি এ কথা...