যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির জন্য একটি ২০ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। তবে পরিকল্পনাটিতে এমন বহু অস্পষ্ট দিক রয়েছে, যা বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প এই পরিকল্পনাকে ঐতিহাসিক বলে অভিহিত করেন। তবে এর খুঁটিনাটি এখনও অনির্দিষ্ট, যা ফিলিস্তিন ও গোটা অঞ্চলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পরিকল্পনায় বলা হয়েছে, একটি "অরাজনৈতিক প্রযুক্তিবিদ কমিটি" গাজার সাময়িক শাসনভার নেবে। কিন্তু কীভাবে এই কমিটি গঠিত হবে, সদস্য বাছাইয়ের দায়িত্ব কার হাতে থাকবে তা স্পষ্ট নয়। এছাড়া ট্রাম্প ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার নেতৃত্ব দেবেন একটি "বোর্ড অব পিস" বা শান্তি পরিষদকে, যা এই কমিটিকে তত্ত্বাবধান করবে। কিন্তু এই বোর্ড ও কমিটির মধ্যে সম্পর্ক কেমন হবে,...