৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ এএম বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, 'বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সমান চোখে দেখে। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘন্টা পাহারা দিবে। যাতে করে কেউ কোনো ধরণের অপতৎপরতা চালাতে না পারে।' সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বিকেল থেকে রাত ১১ টা পর্যন্ত অন্তত ২০ পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি বলেন, 'বিএনপিতে কোনো চাঁদাবাজদের ঠাই নেই। চাঁদাবাজি ও অনৈতিক কাজ...