ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চ্যাম্পিয়নস লিগ টু (এএসএল ২) ম্যাচের জন্য ইরান সফরে যাচ্ছে না। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ক্লাবটি বিষয়টির সমাধান চেয়ে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে ক্লাব জানায়,“মোহনবাগান সুপার জায়ান্ট সবসময় খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। খেলোয়াড় ও তাদের পরিবার ইরান সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অনুরোধ ও নিরাপত্তা বিবেচনায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।” আরও বলা হয়,“সরকারি নির্দেশনা ও সম্ভাব্য অজানা ঝুঁকিগুলো গভীরভাবে পর্যালোচনা করার পর এবং খেলোয়াড়দের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা সিএএস-এর দ্বারস্থ হয়েছি, যাতে ন্যায্য সমাধান পাওয়া যায় এবং ক্লাবের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়।” এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর্নামেন্টে মোহনবাগানের ৩০ সেপ্টেম্বর...