বলিউডে ২০২৪ সালের অন্যতম সফল সিনেমা ছিল ‘ক্রিউ’। টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন অভিনীত এ কমেডি সিনেমার দর্শকের কাছে যেমন বিনোদনের খোরাক জুগিয়েছিল, তেমনই বক্স অফিসে ব্যবসাও করেছিল দারুণ। সিনেমার তিন বিমান বালার চরিত্র শুধু রুপালি পর্দায় নয়, দর্শকের মনেও জায়গা করে নিয়েছিল। সেই কারণেই সিনেমার নির্মাতা এবার সিদ্ধান্ত নিয়েছেন গল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার। মানে ‘ক্রিউ ২’ পেতে যাচ্ছেন দর্শকরা। প্রথম সিনেমার দারুণ সাফল্যের পর থেকেই দর্শকের কৌতূহল ছিল, এর সিক্যুয়েল নির্মাণ নিয়ে। অবশেষে জানা গেল, প্রযোজনা সংস্থা এরই মধ্যেই চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছে। বিভিন্ন খসড়া লেখা হলেও শেষ পর্যন্ত এমন একটি গল্প বাছাই করা হয়েছে যা মূল সিনেমার ধারাবাহিকতা বজায় রেখে দর্শককে আবারও নতুন অভিযানে নিয়ে যাবে। যদিও প্রজেক্টটি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। গুঞ্জন ছড়িয়েছে—কারিনা কাপুর...