বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। ধর্ম যার যার, উৎসব সবার-এই মন্ত্রে বিএনপি বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক। তিনি আরও বলেছেন-আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাচ্ছেন, দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়; এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্যদিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পরে। যেকারণে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মবোলম্বীদের সর্ববৃহত উৎসবে সর্বাত্মক নিরাপত্তা দিতে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মন্দির ভিত্তিক কমিটি গঠণ করে দিয়েছি। যারা নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছেন। সনাতন ধর্মাবোলম্বীদের সর্ববৃহত উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর দিনে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে...