২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা আবার শুরু হতে যাচ্ছে কয়েক বছর বিরতির পর। এবারের বৃত্তি পরীক্ষা পাঁচটি বিষয়ে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের জন্য পরীক্ষাটি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এটি শুধু মেধার স্বীকৃতিই নয়, বরং পরবর্তী শিক্ষাজীবনের জন্য প্রেরণার উৎস। তাই সঠিক প্রস্তুতির মাধ্যমে অংশগ্রহণ করা প্রতিটি পরীক্ষার্থীর জন্য বেশ দরকারি। বৃত্তি পরীক্ষায় সাফল্য কোনো কাকতালীয় বিষয় নয়। এটি আসে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সততার সমন্বয়ে। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নিলে শিক্ষার্থীরা অবশ্যই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে। জুনিয়র বৃত্তি পরীক্ষার সিলেবাসের পাঁচটি বিষয়কেই সমান গুরুত্ব দিতে হবে, কোনো বিষয় অবহেলা করা যাবে না। পাঠ্যবই-ই বৃত্তি পরীক্ষার মূল ভরসা। অতিরিক্ত বইয়ের পেছনে না ছুটে প্রথমে পাঠ্যবই সম্পূর্ণ আয়ত্ত করতে হবে। প্রতিদিন নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করতে হবে। এতে পড়াশোনার চাপ কম অনুভূত...