৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, আর সেই সঙ্গে বেড়ে চলেছে মানবিক বিপর্যয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলায় একদিনে অন্তত আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এভাবে চলমান সংঘাতের ফলে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজার ৬০ জনে। মূলত ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানই এই ভয়াবহ প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, বার্তাসংস্থা আনাদোলু-র আলাদা প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ইসরায়েলের “গণহত্যামূলক হামলায়” অন্তত ৬৬ হাজার ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ১ লাখ ৬৮ হাজার ৩৪৬ জন...