বিশ্ব চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম, সৌন্দর্য আর প্রতিভার মিশেলে তৈরি অনন্য প্রতিচ্ছবি—নাম তাঁর মনিকা বেলুচ্চি। ইতালির ছোট্ট শহর চিত্তা দি কাসতেল্লোতে জন্ম নেওয়া এই নারী শুধু একজন অভিনেত্রী নন, নামী ফ্যাশন আইকন তিনি। একই সঙ্গে প্রতিবাদের এক সাহসী কণ্ঠ। তাঁর জীবন যেন এক অসাধারণ সিনেমার স্ক্রিপ্ট, যেখানে প্রেম, বিচ্ছেদ, সাফল্য, আর বিতর্ক হাত ধরাধরি করে এগিয়ে চলেছে। মডেলিং থেকে সিনেমার পথে১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর ইতালির এক রক্ষণশীল পরিবারে জন্ম মনিকা বেলুচ্চির। মা–বাবা সচ্ছল ছিলেন না। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল আইনজীবী হবেন। কিন্তু অসাধারণ সৌন্দর্য তাঁকে নিয়ে আসে ভিন্ন এক পথে।মাত্র ১৩ বছর বয়সে স্থানীয় ফ্যাশন হাউসের জন্য মডেলিং শুরু করেন। বন্ধুরা বলেছিল, মডেলিং করলে বেশি অর্থ মেলে। তাই রেস্তোরাঁয় ওয়েট্রেসের কাজ ছেড়ে মডেলিংয়ে নেমে যান।বিশ্ববিদ্যালয়ে আইনে পড়া শুরু করেও...