নিজস্ব প্রতিবেদক : নেপাল, ফিলিপাইন ও পূর্ব তিমুরের পর এবার ‘জেন-জি’ তরুণ প্রজন্মের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার। পানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাজধানী আন্তানানারিভো-সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করছে। সরকারের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। আন্দোলনকারীরা তখন রাস্তা অবরোধ ও ব্যারিকেড গড়ে তোলেন। ইট-পাথর ও টেলিফোন খুঁটি দিয়ে তৈরি এসব ব্যারিকেড পরে পুলিশ সরিয়ে ফেলে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকেই প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে ও রাষ্ট্রপতি আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবি করেন। আন্দোলনকারীরা জাতীয় সংগীত গেয়ে এবং প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে শুরু করেন আন্তানানারিভোর একটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে। পরে তা ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায়। ব্রিটিশ সংবাদ সংস্থা...