কোরীয় উপদ্বীপে যুদ্ধের ঘনঘটা আরও তীব্র হলো। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জবাবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশ রক্ষায় পারমাণবিক বোমা মোতায়নের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই শক্তি প্রদর্শন নিছক হুমকি নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার এক অনিবার্য প্রতীক। শুক্রবার পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে কিম জং উন নতুন এই পারমাণবিক কৌশলের কথা ঘোষণা করেছেন। মার্কিন 'আয়রন ডোম' মোতায়েনএই যুদ্ধের আবহ তৈরি হয়েছে এমন এক সময়ে, যখন দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র মোতায়ন করেছে নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটিকে আমেরিকান "আয়রন ডোম" বলছেন বিশ্লেষকরা। এই ব্যবস্থা, যা "ওয়াল্টন" নামে পরিচিত এবং ৫০টিরও বেশি দেশে ব্যবহৃত হয়, সেটি এখন দক্ষিণ কোরিয়ার মাটিতে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, এটি মূলত চীন এবং উত্তর...