বিশ্বের মেধাবী তরুণ পেশাজীবীদের আকর্ষণ করতে নতুন ভিসা কর্মসূচি চালু করছে চীন। আগামীকাল (১ অক্টোবর) থেকে কার্যকর হতে যাচ্ছে এ ভিসা, যার নাম দেওয়া হয়েছে ‘কে-ভিসা’। মূলত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) খাতে দক্ষ জনবলকে টার্গেট করেই এই উদ্যোগ। ‘কে-ভিসা’র আওতায় আবেদনকারীরা স্পনসর ছাড়াই চীনে বসবাসের সুযোগ পাবেন। এছাড়া দীর্ঘমেয়াদি বসবাস, কর ছাড়, আবাসন সহায়তা, প্রশাসনিক সুবিধা এবং পরিবারের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা থাকছে এর প্যাকেজে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী এক কৌশল। যেখানে ওয়াশিংটন অভিবাসন প্রক্রিয়ায় নতুন নতুন বাধা তৈরি করছে, বেইজিং সেখানে ‘ওপেন আর্মস’ কৌশল নিয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, নতুন করে এইচ-১বি ভিসার জন্য আবেদন করতে হলে বিদেশি কর্মীদের দিতে হবে ১ লাখ ডলার ফি। যদিও বর্তমান ভিসাধারীরা এ নিয়ম থেকে মুক্ত...