৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম টি-টোয়েন্টি ক্রিকেটের পরাক্রমশালী দল, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে এবার রীতিমত উড়িয়ে দিল নেপাল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই উজ্জীবিত পারফরম্যান্সে সিরিজ জিতে ইতিহাস রচনা করল অপেক্ষাকৃত খর্বশক্তির দলটি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সোমবার নেপাল জিতেছে ৯০ রানের বিশাল ব্যবধানে। ১৭৩ রানের পুঁজি গড়ে তারা ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেয় স্রেফ ৮৩ রানে। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে প্রথম জয়ের পরের ম্যাচেই আবার জিতে ইতিহাস আরও সমৃদ্ধ করল নেপাল। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তাদের প্রথম সিরিজ জয়ও এটি। ঐতিহাসিক দিনটি নেপাল আরও সমৃদ্ধ করেছে টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সহযোগী দেশ হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ে। ২০১৬ সালে শারজাহতেই জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ৮১ রানের জয় ছিল...