এবারের এশিয়া কাপ জিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে ভারত অস্বীকৃতি জানায়। মূলত এরপর থেকে পাকিস্তানের ক্রিকেট মহলে চলছে তীব্র সমালোচনা। দেশটির সাবেক ব্যাটসম্যান কামরান আকমল বলেছেন, পিসিবির অবিলম্বে ঘোষণা দেওয়া উচিত যে তারা আর কখনও ভারতের বিপক্ষে খেলবে না।সদ্যই শেষ হওয়া এশিয়া কাপ নানা বিতর্কের জন্ম দিয়েছে। এই যেমন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর তিন ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো। দুই দলের মধ্যে আসরজুড়েই পরিস্থিতি ছিল উত্তপ্ত। সেই উত্তেজনার আগুনে যেন ঘি পড়ে ফাইনালের ট্রফি নিয়ে নতুন বিতর্কে।দুবাইয়ের ফাইনালে রোববার রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও প্রাইজমানির চেক দেওয়ার কথা নাকভির, যিনি একই সঙ্গে পিসিবির চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ভারতীয় দলের...