স্বামী-স্ত্রী দুইজনই চাকরিজীবী হলে কিংবা সন্তান লালন পালনে দিনের বেশিরভাগ সময় ব্যয় করলে- সংসার আর দাম্পত্য সম্পর্ক দুইটা বিষয়কে একসঙ্গে সামলাতে হিমশিম খেতে হয়। অফিসের হাজারো কাজের চাপ সামলে সঙ্গীর জন্য সময় বের করা আর দুজন একসঙ্গে সময় কাটানো অনেক সময়ই অসম্ভব মনে হয়। এই সমস্যা মোকাবিলা করতে অনেকে ‘মাইক্রো ডেটিং’ এ মনোযোগী হচ্ছেন। এটি এমন একটি প্রক্রিয়া যা ব্যস্ত জীবনে বিশাল এক পরিবর্তন আনতে পারে। কাজের মাঝে ছোট ছোট বিরতিগুলোকে অর্থবহ করে তোলাই মূলত মাইক্রো-ডেটিংয়ের আসল উদ্দেশ্য। নতুন ডেটিং পদ্ধতির কল্যাণে দিনের ফাঁকা ছোট মুহূর্তগুলো কাজে লাগানো হয়ে থাকে। ধরুন আপনার হাতে মাত্র দশ মিনিট বা আধা ঘণ্টা সময় আছে। মাইক্রো ডেটিংয়ের জন্য এটুকু সময়ও ভালোভাবে কাজে লাগাতে পারেন।আরো পড়ুন:লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?মেটার রোবট দেখতে হবে...