গত ২৮ এপ্রিল একদিনের জন্য স্পেনের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। অনেকেই দায়ী করেছেন সৌরশক্তিকে, অথচ সেই সময় সূর্যের আলোর কিন্তু কোনো অভাব ছিল না। তাহলে এই হঠাৎ বিদ্যুৎহীনতার জন্য দায়ী কে ছিল? নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার অগ্রদূত বলে পরিচিত স্পেনে কেন এমন হয়েছিল? প্রাথমিক তদন্তে অনেক কারণ উঠে এলেও এখনো আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে। শুরুতে অনেকে সৌরশক্তিকে দায়ী করেছিলেন, যদিও সেই সময় সূর্যের আলোর অভাব ছিল না। স্প্যানিশ ফটোভোলটেইক ইউনিয়নের হেক্টর ডি লামা জানান,‘গ্রিড কোড অনুযায়ীসৌর বিদ্যুৎকেন্দ্রগুলো কাজ করেছে। বিভ্রাটের কারণে বিদ্যুৎ চলে গেলে সেগুলোও বন্ধ হয়ে গিয়েছিল, কারণ, নিয়ম অনুযায়ী তখন তাদের সুরক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ, সিস্টেমটি যেভাবে কাজ করা উচিত ছিল, সেভাবেই করেছে।’ তাহলে কে দায়ী ছিল? আসলে কেউই দায় স্বীকার করেনি -বিদ্যুৎ সরবরাহকারীকিংবা গ্রিড...