ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টিতে নেপাল হারানোর পর অনেকেই বলেছিলেন, স্রেফ একটি ক্রিকেটীয় অঘটন। অথচ একদিনের ব্যবধানেই সেই ভাবনাকে পুরোপুরি পাল্টে দিল এশিয়ার ষষ্ঠ পরাশক্তি হয়ে ওঠার সম্ভাবনায় থাকা নেপাল। মেঘালয়ের দেশটি ওয়েস্ট ইন্ডিজকে এবার ৮৩ রানে অলআউট করে জিতে নিয়েছে টি-টোয়েন্টি সিরিজ। নেপালের ক্রিকেট ইতিহাসে যা নিঃসন্দেহে সবচাইতে বড় অর্জন। তাদের উজ্জীবিত পারফরম্যান্সে টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মুখ থুবড়ে পড়ল। অবিস্মরণীয় সিরিজ জয়ে আইসিসির সহযোগী দেশ নেপাল প্রমাণ করল কোন অঘটন তারা ঘটায়নি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেপাল আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৩ রান করে। জবাবে ক্যারিবিয়ানদের স্রেফ ৮৩ রানে গুটিয়ে দেয় তারা। জয় পায় ৯০ রানে। নেপালের হয়ে ৮ চার ও ২ ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৬৮ রান করেন আসিফ। ৫ ছক্কা ও ৩ চারে ৩৯...