ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সারাদেশের পূজামণ্ডপগুলো। শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল মহাসপ্তমীর পূজা শেষ হওয়ার পর পালিত হচ্ছে মহাঅষ্টমী। এদিনের প্রধান আকর্ষণ কুমারী পূজা ও সন্ধিপূজা। আজ (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার প্রথা অনুসারে, আজ ভোর থেকে অনুষ্ঠিত হচ্ছে সন্ধিপূজা। সকাল ৯টার দিকে শুরু হবে কুমারী পূজা, যেখানে কুমারী বালিকাকে দেবী রূপে পূজা করছেন ভক্তরা। এরপর দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ। হিন্দুশাস্ত্র মতে, এক থেকে ১৬ বছর বয়সী অজাতপুষ্পা, সুলক্ষণা ও অবিবাহিত কুমারী বালিকাকে দেবী রূপে পূজা করার প্রচলন রয়েছে। শ্রী রামকৃষ্ণের বাণী অনুসারে, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায়, আর মাতৃরূপ উপলব্ধিই কুমারী পূজার উদ্দেশ্য। শাস্ত্রমতে, বয়স অনুসারে কুমারীর নাম ও দেবীর রূপ ভিন্ন ভিন্ন নামে পরিচিত—এক বছর বয়সে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে...