জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা শুধুমাত্র নারীদের সামনে নাচতে পারবে বলে মন্তব্য করেছেন দলের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কবির আহমদ বলেন, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শরীয়া আইন প্রতিষ্ঠা করবে। সে ক্ষেত্রে বিদ্যমান আইন আর প্রযোজ্য থাকবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা বর্তমান আইনের চেয়ে বেশি অধিকার ভোগ করবে। তিনি উদাহরণ টেনে বলেন, “নারীরা তাদের ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। শরীয়া যে পর্দার কথা বলে, সেটাই তারা পালন করবে। তবে ক্ষমতায় গেলে নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক করা হবে না। কেউ স্বেচ্ছায় চাইলে বোরকা পড়বে, না পড়লে শাস্তির মুখোমুখি হতে হবে না।” অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও কোনো ধরনের পোশাক চাপিয়ে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। নারীদের সামাজিক...