যুক্তরাজ্যের লিভারপুলে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের প্রতিবাদ কর্মসূচি থেকে ৮৩ বছর বয়সী এক বৃদ্ধসহ ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, লিভারপুলে নিষিদ্ধ গোষ্ঠী ‘প্যালেস্টাইন অ্যাকশন’ এর সমর্থনে গতকাল (রোববার) এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখান থেকে তারা ৬৪ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ৮৩ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। বিক্ষোভকারীরা শহরে লেবার পার্টির বার্ষিক সম্মেলনের বাইরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের জন্য জড়ো হয়েছিল, তাদের হাতে ছিল “আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।” যুক্তরাজ্য চলতি বছরের শুরুতে এই দলটিকে নিষিদ্ধ সন্ত্রাসী...