ওভাল অফিসে নতুন করে ২৪ ক্যারেট স্বর্ণের সাজসজ্জা যুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৮ সেপ্টেম্বর) তিনি নিজেই একটি ভিডিও শেয়ার করে জানান, এটি বিশ্বের সেরা মানের স্বর্ণ এবং এর সৌন্দর্যে ‘বিদেশি নেতারা পর্যন্ত হতবাক হয়ে যান’। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, “হোয়াইট হাউসের ওভাল অফিস ও কেবিনেট রুমে ব্যবহার করা হয়েছে বিশ্বের সেরা মানের ২৪ ক্যারেট স্বর্ণ। বিদেশি নেতারা এবং সবাই সৌন্দর্য দেখে ‘ফ্রিক আউট’ হয়ে যান। এটি এখন পর্যন্ত সবচেয়ে সফল এবং সুন্দর ওভাল অফিস।” ভিডিওতে দেখা গেছে, হোয়াইট হাউসে স্থাপনের অপেক্ষায় থাকা সোনালি রঙের ওয়াল মোল্ডিং। ট্রাম্প পোস্টের শেষে সই করেন—“President DJT।” তবে এ ভিডিও ছড়িয়ে পড়ার পর অনলাইনে সমালোচনা শুরু হয়। অনেকেই বলেছেন, যুক্তরাষ্ট্রের কৃষকেরা জমি হারাচ্ছেন, কোটি মানুষ স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা হারানোর...