যুক্তরাষ্ট্রে নতুন করে ১ লাখ ডলারের ফি ঘোষণার পর আতঙ্কে ভারতীয় এইচ-১বি ভিসাধারীরা দ্রুত ফিরতে চাইলে, তাদের ফ্লাইট বুকিং আটকে দেওয়ার জন্য অনলাইনে সমন্বিত বর্ণবাদী প্রচারণা চালায় ফার-রাইট গোষ্ঠী। এই অভিযানের নাম দেওয়া হয় “Clog the toilet” বা শৌচাগার বন্ধ করে দাও। ভিজয়ওয়াড়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমৃতা তামানাম এ ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্তদের একজন। তিনি যুক্তরাষ্ট্রে এক দশক ধরে বসবাস করছেন। হোয়াইট হাউস এই ফি কেবল নতুন আবেদনকারীদের জন্য জানালেও, আতঙ্কে শীর্ষ মার্কিন কোম্পানিগুলো বিদেশে থাকা কর্মীদের দ্রুত ফেরার নির্দেশ দেয়। কিন্তু আমৃতা তামানাম বিমানবন্দরের টিকিট বুক করতে গিয়ে বারবার ওয়েবসাইট ক্র্যাশ ও টাইমআউটের মুখে পড়েন। পরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে ডালাস ফেরার একমুখী টিকিটের জন্য তাকে প্রায় ২ হাজার ডলার দিতে হয়, যা মূল টিকিটের দ্বিগুণেরও বেশি। চরম ডানপন্থি ফোরাম4chan-এর কয়েকটি থ্রেডে...