যুদ্ধবিরতির পর গাজায় গঠিত হতে যাচ্ছে একটি অন্তর্বর্তী সরকার, যার প্রধান হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সরকারের সঙ্গে থাকবেন আরও কয়েকজন আন্তর্জাতিক নেতা, যার মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ২০ দফা একটি প্রস্তাব প্রকাশ করেছেন, যা সমর্থন করেছে ইসরায়েল। এর মাধ্যমে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার বাহিনী। তবে গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। যদিও ট্রাম্প দাবি করেছেন, “হামাসও এতে রাজি হবে।” মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়া হবে। এরপর গাজায় নতুন প্রশাসন গঠিত হবে, যার নাম...