গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, সংস্কার, পাচার হওয়া অর্থ ফেরত, রোহিঙ্গা সংকট, গাজায় গণহত্যা, পারমাণবিক অস্ত্র, বৈশ্বিক যুদ্ধ-সংঘাত, জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। তিনি তার ভাষণে বাংলাদেশ আন্তর্জাতিক সমস্যা ও সমাধানের জন্য বেশ কিছু পরামর্শকমূলক বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, আট দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার কর্মপরিধি সম্প্রসারিত করেছে এবং নানা ক্ষেত্রে আরও গভীরভাবে সম্পৃক্ত হয়েছে। বিশ্বশান্তি ও নিরাপত্তা, মানবাধিকার, বিশ্বব্যাপী মানুষের জীবনমানের উন্নয়ন, ন্যায়বিচার, ন্যায্যতা ও সমতা প্রসারে জাতিসংঘ অনস্বীকার্য ভূমিকা রেখেছে। জাতিসংঘের কারণেই আজ বিশ্বের ১২০টি দেশের প্রায় ১৩ কোটি বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য ও মৌলিক মানবিক সহায়তা এবং ৪৫ শতাংশ শিশুকে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে। জাতিসংঘের...